নোয়াখালীতে ৫ ঘণ্টায় আইসোলেশনে দুজনের মৃত্যু

নোয়াখালীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে আইসোলেশন ইউনিটে পাঁচ ঘণ্টার মধ্যে করোনার উপসর্গ জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া এক নারীসহ দুজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন মারা গেছেন ভর্তির পরপরই। গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটা থেকে রাত সাড়ে আটটার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে।
মৃতদের একজন সুবর্ণচর, অপরজন বেগমগঞ্জ উপজেলার বাসিন্দা। সুবর্ণচর উপজেলার মারা যাওয়া ব্যক্তির নমুনা পরীক্ষা রিপোর্টে পজিটিভ পাওয়া যায়। আর অপরজনের নমুনা দিতে রাজি হননি স্বজনেরা।
জেনারেল হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম প্রথম আলোকে বলেন, সুবর্ণচর উপজেলার চরবাটা এলাকার এক ব্যক্তি গত সোমবার করোনার উপসর্গ জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ইতিমধ্যে গতকাল তাঁর নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ পাওয়া যায়। বিকেল সাড়ে তিনটার দিকে আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আরএমও জানান, গতকাল সাড়ে আটটার দিকে বেগমগঞ্জ উপজেলার মীরআলীপুরের এক নারীকে জ্বর ও শ্বাসকষ্ট অবস্থায় তাঁকে নিয়ে আসেন তাঁর স্বজনেরা। ভর্তি প্রক্রিয়া চলার সময়ই তাঁর মৃত্যু হয়। তিনি জানান, মারা যাওয়ার পর স্বজনেরা তাঁর লাশ বাড়িতে নিয়ে গেছেন। তাঁরা মৃতদেহের নমুনা সংগ্রহ করতে দিতে রাজি হননি।