নৌকার পাটাতনের নিচ থেকে ইয়াবা, মাটি খুঁড়ে বেরিয়ে এল আইস

প্রায় ৬ কোটি ৮০ লাখ ২০ হাজার টাকা মূল্যের মাদকসহ গ্রেপ্তার যুবক
ছবি: প্রথম আলো

কক্সবাজারের টেকনাফে উপজেলা থেকে ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ৫০ হাজার ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে টেকনাফের উনচিপ্রাং গ্রামের একটি মাছের ঘের থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

টেকনাফ-২ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. ফারুক (৩০)। তিনি টেকনাফের নয়াপাড়া উনচিপ্রাং গ্রামের নুর আহমেদের ছেলে। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য ৬ কোটি ৮০ লাখ ২০ হাজার টাকা বলে দাবি করছে বিজিবি।

বিজিবি জানায়, গতকাল সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, উনচিপ্রাংয়ের আল-নুরের মাছের ঘের এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে আসতে পারে। খবর পেয়ে বিজিবির একটি টহল দল সংশ্লিষ্ট বেড়িবাঁধ ও কেওড়াবাগানে অবস্থান নেয়। পরে সন্ধ্যার দিকে এক ব্যক্তিকে নৌকায় মিয়ানমার থেকে নাফ নদীর জলসীমা অতিক্রম করে বাংলাদেশে ঢুকতে দেখেন বিজিবি টহল দলের সদস্যরা।

এ সময় বিজিবি ওই ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে তিনি নৌকা থেকে লাফিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টার করেন। তবে বিজিবি তাঁকে ধাওয়া করে আটক করে। পরে ওই ব্যক্তির স্বীকারোক্তি অনুযায়ী নৌকার পাটাতনের নিচ থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে বিজিবি নৌকাটি জব্দ করে।

আরও পড়ুন

মো. ফারুকের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল রাত সাড়ে ১০টার দিকে বিজিবির একটি বিশেষ দল হ্নীলার ওয়াব্রাং বেড়িবাঁধের পাশে মাটির খুঁড়ে প্লাস্টিকের একটি ব্যাগ উদ্ধার করে। ওই ব্যাগ থেকে ১ কেজি ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) ও ২০ হাজার ইয়াবা উদ্ধার করে।

বিজিবি জানিয়েছে, জব্দ করা নৌকা হ্নীলা শুল্ক স্টেশনে জমা করা হয়েছে। এ ছাড়া মো. ফারুকের বিরুদ্ধে মাদক বহন ও পাচারের অভিযোগে মামলা করে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, আসামিকে আজ শনিবার দুপুরের মধ্যে কক্সবাজার আদালতে পাঠানো হবে।