নড়াইলে ডেঙ্গুতে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নড়াইলের লোহাগড়া উপজেলায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অবসরপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। চলতি বছরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত ব্যক্তি হিসেবে এটাই দেশে প্রথম মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

মারা যাওয়া অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার নাম শরীফ মোস্তফা কামাল (৭৫)। তাঁর গ্রামের বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলার পাচুড়িয়ায়। তিনি অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) হিসেবে অবসরে যান। ১০ জুলাই লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শরীফ মোস্তফা কামাল ৯ জুলাই রাত ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১০ জুলাই (শুক্রবার) সকাল ১০টার দিকে তিনি মারা যান। বিষয়টি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরে তথ্য যাওয়ার পর গতকাল সোমবার রাতে বিষয়টি জানাজানি হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমান বলেন, ‘ওই পুলিশ কর্মকর্তার মৃত্যুর এক সপ্তাহ আগে থেকে হালকা জ্বর ছিল। স্থানীয় একটি ক্লিনিকে ডেঙ্গু পরীক্ষায় ফল পজিটিভ হয়। এরপর তিনি হাসপাতালে ভর্তি হন। তিনি দীর্ঘদিন ধরে তেমন খাওয়া-দাওয়া করছিলেন না। তাই শারীরিকভাবে খুব দুর্বল ছিলেন। বার্ধক্যজনিত রোগেও ভুগছিলেন।’

তিনি আরও বলেন, ‘ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলেও মৃত্যু অন্য কোনো কারণে কি না, তা স্বাস্থ্য অধিদপ্তরে পর্যালোচনা হচ্ছে। এ নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সঙ্গে প্রায় প্রতিদিনই কথা হচ্ছে। ডেঙ্গুর কারণে মৃত্যু হলে এটাই চলতি বছরে প্রথম মৃত্যুর ঘটনা হবে।’