নড়াইলে দুই যুবকের কারাদণ্ড

নড়াইলে মাদক ব্যবসার অভিযোগে দুই যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার সকালে নড়াইলের জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান ওই রায় দেন। রায়ে তাঁদের আরও এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সাজাপ্রাপ্তরা হলেন যশোরের বাঘারপাড়া উপজেলার নিত্যনন্দনপুর গ্রামের রফিকুল ইসলাম (৩২) ও একই উপজেলার বাবরা গ্রামের আবু সাঈদ সরদার (২০)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৩ সালের ২০ ফেব্রুয়ারি সদর থানার বিছালী ইউনিয়নের মির্জাপুর গ্রাম এলাকা থেকে এক শ বোতল ফেনসিডিলসহ তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। সদর থানায় ওই দিনই তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। ওই থানার উপপরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে মাদক ব্যবসায়ের অভিযোগে ২০১৩ সালের এপ্রিল মাসে আদালতে অভিযোগপত্র দেন।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস হোসেন বলেন, আট বছর আদালতে মামলা চলার পর ওই রায় হয়েছে। আসামিরা জামিনে ছিলেন। তিন দিন আগে আদালতে হাজিরা দিতে এলে জামিন নামঞ্জুর হয়।