নড়াইলে ব্যাংক কর্মকর্তা, চিকিৎসকসহ ১১ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

নড়াইলের কালিয়া উপজেলায় ব্যাংক কর্মকর্তা, চিকিৎসক, আদালত পুলিশসহ ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁরা নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

সিভিল সাজর্ন মো. আবদুল মোমেন আজ রোববার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, সোনালী ব্যাংকের ব্যপস্থাপক মো.রবিউল ইসলাম, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চিকিৎসক দীপু বিশ্বাস, নড়াইল আদালতের পুলিশ পরিদশর্ক মো. সজীব বিশ্বাসসহ ১১জন কোভিড–১৯–এ আক্রান্ত হয়েছেন।

মো. আবদুল মোমেন জানান, নড়াইল জেলায় এ পর্যন্ত ১৮ পুলিশ সদস্য, ৯ চিকিৎসকসহ মোট ১৬৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ৮ জন চিকিৎসকসহ ৪৬ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন সাতজন।