নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

নড়াইলে মাদক মামলায় মো. রেজাউল ইসলামকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত
ছবি: প্রথম আলো

নড়াইলে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে আরও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে জেলা ও দায়রা জজ মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় দেন। দণ্ডিত মো. রেজাউল ইসলাম (৪৮) যশোরের বেনাপোল পোর্ট থানার বালুন্ডা (পূর্বপাড়া) গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১৩ অক্টোবর দুপুরে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) কিশোর কুমার মজুমদারের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর এলাকায় সড়কে যাত্রীবাহী যানবাহন তল্লাশির সময় রেজাউলকে সন্দেহ হয়। এরপর তাঁর হাতে থাকা ব্যাগ থেকে ৫২ বোতল (৫ দশমিক ২ কেজি) ফেনসিডিল উদ্ধার হয়। এরপর তাঁকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পুলিশ।

নড়াইল আদালতের পুলিশ পরিদর্শক খন্দকার জিয়াউর রহমান বলেন, রায়ের পর রেজাউলকে কারাগারে পাঠানো হয়েছে।