নড়াইলে ১৬ হাজার টিকা দেওয়া হবে শনিবার

নড়াইল জেলায় কাল শনিবার ইউনিয়ন পর্যায়ে করোনার গণটিকাদান ক্যাম্পেইন হবে। এ ক্যাম্পেইনে ১৬ হাজার মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি আছে। জেলায় ১৮ বছরের ঊর্ধ্বে টিকা নেওয়ার যোগ্য মানুষ রয়েছেন প্রায় সাড়ে ৫ লাখ। ইতিমধ্যে জেলায় প্রায় ৫০ হাজার মানুষকে টিকা দেওয়া হয়েছে।

জেলা ও উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ও কয়েকজন জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, যেভাবে টিকা নিতে সাড়া পড়েছে, তাতে বেশির ভাগ মানুষ টিকা নিতে এসে ফিরে যাবেন। তাই কাল টিকা নিতে আসা মানুষের চাপ সামাল দেওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন তাঁরা।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, সিনোফার্মের ওই টিকা আছে ১৬ হাজার। কাল ওই ১৬ হাজার মানুষকে টিকা দেওয়া যাবে। জেলায় ইউনিয়ন রয়েছে ৩৯টি। প্রতিটি ইউনিয়নে ওই দিন প্রায় সাড়ে তিন শ মানুষকে টিকা দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। এ ছাড়া নড়াইল ও কালিয়া পৌরসভায় ১৮টি ওয়ার্ডে প্রতিটিতে ২০০ জনকে টিকা দেওয়ার প্রস্তুতি আছে।

ইউনিয়নে একটি টিকাদানকেন্দ্র হবে। ইউনিয়ন পরিষদ ভবন যে ওয়ার্ডে, সেখানে হবে ওই টিকাদানকেন্দ্র। ওই কেন্দ্রে সকাল নয়টা থেকে বেলা তিনটা পর্যন্ত টিকা দেওয়া হবে। ১৮ বছরের ঊর্ধ্বে বয়সীরা টিকা নিতে পারবেন। টিকা নিতে টিকাদানকেন্দ্রে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। প্রথমদিকে বয়স্কদের টিকা দেওয়া হবে।

কেন্দ্রে তিনটি বুথ থাকবে। প্রতিটি বুথে দুজন টিকাদানকারী ও তিনজন স্বেচ্ছাসেবী থাকবেন। টিকা দেবেন ইউনিয়নে নিযুক্ত স্বাস্থ্য সহকারীরা। বিষয়টি মাইকিং করে এবং স্বাস্থ্য সহকারী ও জনপ্রতিনিধিদের মাধ্যমে প্রচার করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইউনিয়নগুলোতে টিকা পাওয়ার যোগ্য ব্যক্তি রয়েছেন ১২ হাজারের ওপরে। কোনো কোনো ইউনিয়নে এ সংখ্যা রযেছে প্রায় ২৫ হাজার।

লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দাউদ হোসেন বলেন, ‘আমার ইউনিয়নে ভোটার সংখ্যা ২২ হাজারের ওপরে। তাঁরা টিকা পাওয়ার যোগ্য। সেখানে মাত্র সাড়ে তিন শ টিকা দেওয়া হবে। টিকা নিতে যেভাবে সাড়া পড়েছে, তাতে টিকাদানকেন্দ্রে মানুষের চাপ সামাল দেওয়া নিয়ে দুশ্চিন্তায় আছি।’

সিভিল সার্জন কার্যালয়ের সংক্রামক রোগনিয়ন্ত্রণ বিভাগের কর্মকর্তা শফিক তমাল বলেন, ১৬ হাজার টিকা আছে, সেটি দিয়ে ইউনিয়ন পর্যায়ে কাল শুরু করা হচ্ছে। এর মধ্যেই হয়তো টিকা এসে যাবে। এলে এটি চলতে থাকবে। এ ছাড়া জেলার নড়াইল সদর হাসপাতাল এবং লোহাগড়া ও কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়মিত টিকা দেওয়া হচ্ছে, এটি চলমান।