নড়িয়ায় জ্বর-শ্বাসকষ্ট নিয়ে তরুণের মৃত্যু

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার চামটা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

ওই তরুণের সংস্পর্শে আসা ২৯ ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন বিশেষ ব্যবস্থায় তরুণের লাশ দাফন করেছে।

মারা যাওয়া ওই তরুণের বয়স ২০ বছর। তিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ঢাকার একটি শাখায় পিয়নের চাকরি করতেন।

ওই তরুণের পরিবার জানায়, সাধারণ ছুটি ঘোষণা হলে তিনি গ্রামের বাড়িতে চলে আসেন। তিন-চার দিন ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। চিকিৎসকের কাছে না গিয়ে ঘরেই ওষুধ খাচ্ছিলেন। আজ ভোরে শ্বাসকষ্ট বেড়ে গেলে সকাল সাতটায় তাঁর মৃত্যু হয়।

নড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মারা যাওয়া ওই তরুণের করোনা উপসর্গ থাকায় তাঁর নমুনা সংগ্রহ করা হয়েছে। কাল শনিবার সেই নমুনা ঢাকায় আইইডিসিআরে পাঠানো হবে।