পঞ্চগড়ে করোনার দ্বিতীয় ডোজের অপেক্ষায় ১২ হাজার ৭৪৫ জন

করোনার টিকা নিচ্ছেন এক প্রবীণ
ফাইল ছবি

পঞ্চগড়ে মজুত শেষ হওয়ায় করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। জেলার পাঁচটি উপজেলায় প্রথম ডোজ টিকা নেওয়ার পর দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন ১২ হাজার ৭৪৫ জন। পঞ্চগড়ের সিভিল সার্জন মো. ফজলুর রহমান প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি থেকে জেলায় করোনার টিকাদান কার্যক্রম শুরু হয়। ৪৪ হাজার ৪৯৮ জনকে প্রথম ডোজ টিকা দেওয়ার পর গত ২৫ এপ্রিল থেকে জেলায় প্রথম ডোজ টিকাদান কার্যক্রম সাময়িক স্থগিত রাখা হয়। ৮ এপ্রিল থেকে দ্বিতীয় ডোজ শুরু করে ৩১ মে পর্যন্ত ৩১ হাজার ৭৫৩ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া সম্ভব হয়। এরপর মজুত শেষ হয়ে যাওয়ায় ৩১ মে থেকে টিকাদান কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়।

গত ৭ ফেব্রুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত জেলার পাঁচটি টিকাদান কেন্দ্রের মধ্যে প্রথম ডোজ টিকা নেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কেন্দ্রে ১১ হাজার ৭৭৯ জন, তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেন্দ্রে ৩ হাজার ৭১০ জন, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেন্দ্রে ৪ হাজার ৮৩৫ জন, বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেন্দ্রে ৯ হাজার ১৫৭ জন এবং দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেন্দ্রে ১৫ হাজার ১৭ জন।

মজুত শেষ হয়ে যাওয়ায় ৩১ মে থেকে টিকাদান কার্যক্রম সাময়িক বন্ধ রাখা হয়।

অপর দিকে গত ৮ এপ্রিল থেকে ৩১ মে পর্যন্ত জেলার পাঁচ উপজেলার পাঁচটি টিকাদান কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করেন ৩১ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা নেন ৯ হাজার ৮১১ জন। গত ২৯ মে এই কেন্দ্রে টিকার মজুত শেষ হয়। তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা নেন ৩ হাজার ৭৩ জন। গত ৩১ মে এই কেন্দ্রে টিকার মজুত শেষ হয়। আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা নেন ৩ হাজার ৬৯৮ জন। গত ৩০ মে এই কেন্দ্রে টিকার মজুত শেষ হয়। বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকা নেন ৬ হাজার ৩৭৯ জন। গত ২৯ মে এই কেন্দ্রে টিকার মজুত শেষ হয়। দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেন্দ্রে দ্বিতীয় ডোজ টিকা নেন ৮ হাজার ৭৯২ জন। গত ২৭ মে এই কেন্দ্রে টিকার মজুত শেষ হয়।

এদিকে দ্বিতীয় ডোজ টিকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কেন্দ্রে ১ হাজার ৯৬৮ জন, তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেন্দ্রে ৬৩৭ জন, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেন্দ্রে ১ হাজার ১৩৭ জন, বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেন্দ্রে ২ হাজার ৭৭৮ জন এবং দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কেন্দ্রে ৬ হাজার ২২৫ জন।

পঞ্চগড়ের সিভিল সার্জন মো. ফজলুর রহমান আজ শুক্রবার বিকেলে মুঠোফোনে বলেন, ‘প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে আমরা এ পর্যন্ত মোট ৭ হাজার ৭০০ ভায়েল (প্রতি ভায়েলে ১০টি টিকা থাকে) টিকা পেয়েছি। এর মধ্যে প্রথম ডোজ টিকা নেওয়ার পর ১২ হাজার ৭৪৫ জন দ্বিতীয় ডোজের অপেক্ষায় রয়েছেন। বিষয়টি অনলাইনে দেওয়া আছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। টিকা বরাদ্দ পেলেই আবারও নির্দেশনা অনুযায়ী টিকাদান কার্যক্রম চালু করা হবে।’

পঞ্চগড় জেলায় এ পর্যন্ত মোট ৮৪৪ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৮১৪ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ১০ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত মারা গেছেন ২০ জন।