পঞ্চগড়ে বাসের ধাক্কায় গুদাম কর্মকর্তা নিহত

সুবল কুমার সরকার
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় বাসের ধাক্কায় সরকারি গুদাম কর্মকর্তা নিহত হয়েছেন। আজ রোববার দুপুরে বোদা সদর ইউনিয়নের মন্নাপাড়া এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম সুবল কুমার সরকার (৪৭)। তিনি পঞ্চগড় সদর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি এলএসডি) ছিলেন। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের দক্ষিণ বঠিনা-ফারাবাড়ি এলাকার নরেশ চন্দ্র সরকারের ছেলে। ঠাকুরগাঁও শহরের হলপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন সুবল। ৯ মে তিনি ঠাকুরগাঁওয়ের লাহিরী খাদ্যগুদাম থেকে বদলি হয়ে পঞ্চগড় সদর উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগদান করেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সুবল কুমার সরকার ঠাকুরগাঁও শহরের বাসা থেকে মোটরসাইকেলে করে পঞ্চগড়ে কর্মস্থলে যাচ্ছিলেন। মন্নাপাড়া এলাকায় নিশাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাঁর মোটরসাইকেলটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে সড়কের পাশে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে সুবলকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বোদা হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, দুর্ঘটনার পর বাস ফেলে চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। বাসটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় দুর্ঘটনা আইনে মামলা প্রক্রিয়াধীন।