পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু
প্রতীকী ছবি

পঞ্চগড় সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা সাতটার দিকে সদর ইউনিয়নের তিনমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই শ্রমিকের নাম মো. মুসা (২৬)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর এলাকার হাবিবুর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোরে ঝড়বৃষ্টিতে পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) বিদ্যুতের লাইন ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ করছিলেন মুসা। নিয়ন্ত্রণকক্ষ থেকে হঠাৎ ওই লাইনে বিদ্যুৎ–সংযোগ দিলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তারের সঙ্গে ঝুলে ছিলেন। পরে খুঁটির নিচে দাঁড়িয়ে থাকা লাইনম্যান মোশারফ ও তাঁর সহকারী জনি গুরুতর আহত অবস্থায় মুসাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নেসকোর পঞ্চগড় কার্যালয়ের ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মো. আতিফুর রহমান বলেন, লাইনে কাজ চলাকালে কন্ট্রোল রুম থেকে হঠাৎ বৈদ্যুতিক সংযোগ চালু হওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

পঞ্চগড় সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল হানিফ বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত শ্রমিকের লাশ তাঁর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।