পটুয়াখালীতে ডায়রিয়ায় আরও এক নারীর মৃত্যু

মৃত্যু
প্রতীকী ছবি

বরিশাল বিভাগে ডায়রিয়ায় আক্রান্ত আরও এক রোগীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে পটুয়াখালীর দশমিনা স্বাস্থ্য কমপ্লেক্সে কাজল রেখা (৪৮) নামের ওই গৃহবধূ মারা যান। এ নিয়ে বিভাগে সরকারি হিসাবে ডায়রিয়ায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ২১। তবে বেসরকারি সূত্রের হিসাবে এই সংখ্যা ৩৯।

স্বাস্থ্য বিভাগের তথ্য পর্যালোচনা করে দেখা যায়, ১ জানুয়ারি থেকে সোমবার সকাল পর্যন্ত এই বিভাগে ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ হাজার ৭১৮। এর ৫২ ভাগের বেশি রোগী আক্রান্ত হয়েছেন এপ্রিল মাসে। মে মাসের ১২ দিনে আক্রান্ত হয়েছেন প্রায় ১২ দশমকি ৫২ শতাংশ। আর শতভাগ মৃত্যুই এপ্রিল থেকে ১২ মে পর্যন্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে ডায়রিয়ার প্রাদুর্ভাব কিছুটা কমেছে। আগে যেখানে প্রতিদিন দেড় হাজারের মতো আক্রান্ত হতেন, এখন সেটা অনেক নেমে এসেছে। তবে এটা পুরো নিয়ন্ত্রণে আসতে হয়তো আরও সময় লাগবে। এ জন্য সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগকে স্বাস্থ্যশিক্ষার ওপর জোর দিতে নির্দেশনা দেওয়া হয়েছে।