পটুয়াখালীতে ‘মেয়র অক্সিজেন ব্যাংকের’ যাত্রা শুরু

পটুয়াখালী জেলার মানচিত্র

করোনার সময়ে পটুয়াখালী পৌরসভার নাগরিকদের বিনা মূল্যে অক্সিজেন সেবা দিতে উদ্বোধন হয়েছে ‘মেয়র অক্সিজেন ব্যাংক’। শুক্রবার সন্ধ্যায় পৌর ভবনে এই অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করেন পটুয়াখালীর পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ।

মেয়র অক্সিজেন ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠান শেষে মেয়র মহিউদ্দিন আহমেদ বলেন, করোনার সময়ে পৌরবাসীকে সেবা দেওয়ার জন্য এই কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। করোনায় আক্রান্ত কিংবা করোনার উপসর্গে শ্বাসকষ্ট দেখা দিয়েছে, এমন কারও অক্সিজেনের প্রয়োজন হলেই বিনা মূল্যে তাঁর বাড়িতে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে যাবে।

দিনের যেকোনো সময় নির্দিষ্ট একটি হটলাইন নম্বরে (০১৩১৩১০০০৯৩) যোগাযোগ করলেই অক্সিজেন সেবা পাওয়া যাবে বলে জানান তিনি।

মেয়র অক্সিজেন ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে মেয়রের স্ত্রী সুমী আক্তার, ব্যবসায়ী আবুল কালাম আজাদ, পৌরসভার চিকিৎসা কর্মকর্তা ইকরামুল নাহিদ, স্যানিটারি ইন্সপেক্টর শারমিন আক্তার, বস্তি উন্নয়ন কর্মকর্তা ভবানী শংকরসহ পৌরসভার অন্যান্য কর্মকর্তা ও কাউন্সিলর উপস্থিত ছিলেন।

এদিকে উদ্বোধনের পরপরই পৌর শহরের পুরাতন বাজার ও কালিকাপুর এলাকার দুজন রোগীর পরিবার মেয়র অক্সিজের ব্যাংক থেকে অক্সিজেন সিলিন্ডার গ্রহণ করেন।