পটুয়াখালীতে সুবিধাবঞ্চিত শিশুদের মঙ্গলপ্রদীপে বর্ষবরণ

বর্ষবরণ উপলক্ষে পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে দখিনা খেলাঘর অনুষ্ঠানের আয়োজন করে। ছবি: শংকর দাস
বর্ষবরণ উপলক্ষে পটুয়াখালী শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে দখিনা খেলাঘর অনুষ্ঠানের আয়োজন করে। ছবি: শংকর দাস

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আজ রোববার পটুয়াখালীতে বাংলা নতুন বছরকে স্বাগত জানানো হয়েছে। সকালে শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্কে দখিনা খেলাঘর বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করে। সকাল আটটায় সুবিধাবঞ্চিত শিশুরা মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে বাংলা নতুন বছরের কর্মসূচির শুভ সূচনা করে। পরে শহীদ আলাউদ্দিন শিশুপার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ স্মৃতি পাঠাগারে গিয়ে শেষ হয়।

পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে সকাল নয়টায় সার্কিট হাউস চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে স্থানীয় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ডিসি মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়। পরে তিন দিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন হয়। এ ছাড়া বাংলা নববর্ষ উপলক্ষে ২৫০ শয্যাবিশিষ্ট পটুয়াখালী হাসপাতাল, জেলা কারাগার ও শিশু পরিবারে ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হয়।