পদচারী-সেতু নির্মাণের দাবিতে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অবরোধ

পদচারী-সেতু নির্মাণের দাবিতে সোমবার মানববন্ধন ও অবরোধ কর্মসূচি পালিত হয়। বেলা সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাঁসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের সামনে
প্রথম আলো

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পদচারী-সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ হয়েছে। আজ সোমবার এক্সপ্রেসওয়ের হাঁসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের সামনে এ কর্মসূচি পালন করেন স্থানীয় বাসিন্দারা।

এক্সপ্রেসওয়ের এ স্থান দিয়ে পারাপার হওয়ার সময় গত আড়াই মাসে ৪ জন নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে এই কর্মসূচি পালিত হলো।

বেলা ১১টা থেকে এক ঘণ্টা এই কর্মসূচি চলে। এতে কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, ওই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার অসংখ্য মানুষ অংশ নেন। স্থানীয় ব্যক্তিরা প্রথমে মানববন্ধন ও পরে এক্সপ্রেসওয়ে অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় এক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় মানুষ প্রতিদিন নানা প্রয়োজনে এক্সপ্রেসওয়ের এক পাশ থেকে অন্য পাশে যায়। পদচারী-সেতু না থাকায় ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হচ্ছে। এতে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এক্সপ্রেসওয়ের হাঁসাড়া এলাকায় এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় গত কয়েক মাসে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। তাই দ্রুত এখানে একটি পদচারী–সেতু নির্মাণ করার দাবি জানান তাঁরা।

অবরোধ করায় সড়কে যানজটের সৃষ্টি হয়। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলার হাঁসাড়া কালী কিশোর স্কুল অ্যান্ড কলেজের সামনে।
প্রথম আলো

হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবজাল হোসেন জানান, স্থানীয় ব্যক্তিরা সড়ক অবরোধ করলে কিছু সময় যান চলাচল বন্ধ থাকে। পরে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণে প্রশাসন ও জনপ্রতিনিধিদের আশ্বাসে অবরোধকারীরা সড়ক থেকে সরে যান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে গত আড়াই মাসে এক্সপ্রেসওয়ের এ স্থান দিয়ে পারাপার হওয়ার সময় চারজন নিহত হয়েছেন। সবশেষ গত শনিবার সন্ধ্যায় হাঁসাড়া গ্রামের শাহজাহান শেখ (৬০) রাস্তা পার হচ্ছিলেন। এমন সময় একটি প্রাইভেট কার তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে পেছন থেকে দ্রুতগতির মাইক্রোবাস তাঁকে চাপা দিয়ে চলে যায়। ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে শাহজাহান শেখের মৃত্যু হয়।