পদ্মা সেতু বাংলাদেশের সক্ষমতা ও মর্যাদার প্রতীক: তথ্যমন্ত্রী
পদ্মা সেতু শুধু একটি সেতু নয়, পদ্মা সেতু বাংলাদেশের সক্ষমতা ও মর্যাদার প্রতীক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
আজ শুক্রবার গাইবান্ধার সাঘাটা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। বিকেলে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সম্মেলনে যোগ দেওয়ার আগে সার্কিট হাউস চত্বরে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, ‘পদ্মা সেতু শুধু সেতু নয়; এই সেতু বাংলাদেশের সক্ষমতা ও মর্যাদার প্রতীক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তার প্রতীক। নিজস্ব অর্থায়নে এই সেতু নির্মিত হওয়ার পর দেশের প্রতিটি মানুষ উল্লসিত। কিন্তু বিএনপি-জামায়াত, দেশবিরোধী অপশক্তি ও রাত ১২টার পর যারা টেলিভিশনের পর্দা গরম করে, তাদের মাথা হেঁট হয়েছে, তারা খুশি না।’
মন্ত্রী বলেন, ‘তারা পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান সামনে রেখে নানা অপচেষ্টা চালাচ্ছে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। সেটিরই অংশ হিসেবে বিভিন্ন জায়গায় আগুন, ট্রেনে আগুন ও বিক্ষিপ্ত ঘটনা ঘটছে বলে আমরা মনে করি। আপনাদের মাধ্যমে দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানাই। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করা হবে।’
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের প্রসঙ্গ তুলে হাছান মাহমুদ বলেন, বিএনপি মহাসচিব নির্বাচনের দিন ঠাকুরগাঁওয়ে ছিলেন। সাক্কু (মনিরুল হক) সাহেব নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি তাঁকে আজীবন বহিষ্কার করেছে। ওনারা আগেই বুঝেছিলেন, সাক্কু সাহেব পরাজিত হবেন। ওনারা তো আগেই নির্বাচন থেকে পালিয়ে গেছেন।
বাজেট নিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, বাংলাদেশে প্রতিটি বাজেট দেওয়ার পর কিছু ব্যক্তি, কিছু সংগঠন নিজেকে বুদ্ধিজীবী ভাবেন, সব সময় সমালোচনা করছেন। অথচ গত সাড়ে ১৩ বছরে বাজেট আট গুণ বৃদ্ধি পেয়েছে। এ সময়ে দারিদ্র্য অর্ধেকের নিচে নেমে এসেছে। এই বাজেট গরিববান্ধব, জনবান্ধব।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রশাসনিক কর্মকর্তাসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।