পদ্মার চরে গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু

গণপিটুনি
প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ট্রলার ছিনতাই করতে গিয়ে গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাত ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে সন্ধ্যায় উপজেলার পদ্মার চর এলাকায় গণপিটুনির ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অপর দুজন।

মারা যাওয়া ওই ব্যক্তির নাম মো. ফয়সাল (৩৫)। তাঁর বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়। আহত অপর দুজন হলেন কালকিনির আবদুল জলিল (৪২) ও কুমিল্লার জসিম উদ্দিন (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় লৌহজং উপজেলার শিমুলিয়া ৪ নম্বর ভিআইপি ফেরিঘাট থেকে ছিনতাইকারী চক্রের চার সদস্য ঘুরতে যাওয়ার কথা বলে আমিনুল (২০) নামের এক তরুণের ট্রলার ভাড়া করেন। ট্রলারটি পালের চরে গেলে তাঁরা ট্রলারচালক আমিনুলকে জিম্মি করেন। এ সময় তাঁর হাত, পা, চোখ ও মুখ বেঁধে ফেলা হয়। ট্রলারটি ছিনতাই করে আমিনুলকে বাবুর চরে ফেলে রেখে যেতে শুরু করেন তাঁরা। স্থানীয় জেলেরা বিষয়টি লক্ষ করে আহত আমিনুলকে উদ্ধার করেন এবং ছিনতাইকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে তিন ছিনতাইকারীকে ধরে পদ্মার চরে নিয়ে আসেন তাঁরা। সেখানে স্থানীয় লোকজন জড়ো হয়ে ছিনতাইকারীদের গণপিটুনি দেন। এতে তাঁরা আহত হন। খবর পেয়ে পুলিশ এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে ফয়সাল মারা যান।

আজ রোববার দুপুরে মাওয়া নৌ-পুলিশের পরিদর্শক সিরাজুল কবির বলেন, বর্তমানে ছিনতাইকারী চক্রের দুই সদস্য, ট্রলারের মাঝিসহ তিনজন পুলিশ হেফাজতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।