পদ্মার পাঙাশটি প্রকাশ্য নিলামে ২৪ হাজার ৭০০ টাকায় বিক্রি

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়ে ১৯ কেজি ওজনের পাঙাশটি। আজ শনিবার সকালে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে।
ছবি: প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর বাহির চর দৌলতদিয়ার ভাটিতে জেলেদের জালে ১৯ কেজি ওজনের একটি বড় পাঙাশ মাছ ধরা পড়েছে। মাছটি স্থানীয় এক মৎস্য ব্যবসায়ী ১ হাজার ৩০০ টাকা কেজি দরে কিনে নেন। পরে তিনি গাজীপুরের এক বড় ব্যবসায়ীর কাছে মাছটি ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি করেন।

মাছ শিকারি জেলেদের বরাত দিয়ে স্থানীয় মৎস্য ব্যবসায়ীরা জানান, কয়েক দিন বিরতির পর শুক্রবার দিবাগত রাতে নদীতে মাছ শিকারে নামেন পাবনার সাঁথিয়া উপজেলার নাকাইলা এলাকার জেলে কালিপদ হালদার। সঙ্গীদের সঙ্গে করে রাতে কয়েকবার জাল ফেললেও তেমন কোনো মাছ পাননি। ভোর রাতের দিকে বাহির চর দৌলতদিয়ার শেষ সীমানা এলাকা এবং মানিকগঞ্জের হরিরামপুর এলাকার মধ্যবর্তী স্থানে জাল ফেলেন তিনি। জাল তোলার সময় একটি বড় ঝাঁকি দিলে বুঝতে পারেন, ভালো কোনো মাছ আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তোলার পর দেখেন, বড় একটি পাঙাশ ধরা পড়েছে।

পরে মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে বিক্রি করেন। প্রকাশ্য নিলামে মাছটি কিনে নেন শাকিল-সোহান মৎস্য আড়তের স্বত্বাধিকারী শাহজাহান শেখ।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ জানান, মাছটি ওজন দিয়ে দেখেন, প্রায় ১৯ কেজি হয়েছে। পরে প্রকাশ্য নিলামে ডাক তুললে তিনি সর্বোচ্চ দরদাতা হিসেবে ১৩০০ টাকা কেজি দরে ২৪ হাজার ৭০০ টাকায় কিনে নেন। মাছটি তিনি দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুনের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখেন। এ সময় ঘাট দিয়ে রাজধানীগামী অসংখ্য যাত্রী মাছটি দেখতে ভিড় করেন।

শাহজাহান শেখ বলেন, অনেকেই কৌতূহলবশত মাছটি কেনার জন্য দরদাম করতে থাকেন। একপর্যায়ে ব্যক্তিগত গাড়ি নিয়ে যাওয়ার সময় গাজীপুরের এক বড় ব্যবসায়ী ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৬ হাজার ৬০০ টাকায় মাছটি কিনে নেন। পদ্মা নদীর মাছের লোভ অনেকে সামাল দিতে পারেন না।

এর আগে গত বুধবার ভোরে বাহির চর দৌলতদিয়ার পদ্মা নদীর মোহনায় মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে পরান হালদারের জালে ২৬ কেজি ওজনের একটি পাঙাশ পাওয়া যায়। মাছটি ৩৭ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছিল।

গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, এখন ভরা বর্ষা মৌসুম। পদ্মা নদীর পানি কমে যাওয়ার সময় আর বাড়ার সময় মোহনাগুলোয় এ ধরনের বড় মাছ ধরা পড়ে। পাঙাশ ছাড়া কাতল, রুই, বাগাড়, বোয়ালের মতো সুস্বাদু মাছ মাঝেমধ্যেই ধরা পড়ে।