পদ্মায় জালে ধরা পড়ল ২০ কেজির কাতলা

পদ্মায় জেলের জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের কাতলা মাছ
ছবি: সংগৃহীত

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীতে জালে ধরা পড়েছে ২০ কেজি ওজনের কাতলা মাছ। শনিবার ভোরে চর হরিরামপুর ইউনিয়নের চর শালিপুরসংলগ্ন পদ্মা নদীতে জেলে রবি হালদারের জালে মাছটি ধরা পড়ে।

আজ সকাল সাড়ে সাতটার দিকে হাজীগঞ্জ বাজারে শিবু মণ্ডলের আড়তে মাছটি নিয়ে আসেন জেলে রবি হালদার। আড়ত থেকে মাছটি ১৮ হাজার ৫০০ টাকা দিয়ে কিনে নেন পাইকারি মাছ ব্যবসায়ী গোপাল মণ্ডল। পরে তাঁর কাছ থেকে আবদুর রব ব্যাপারী মাছটি কিনে নেন ২২ হাজার টাকায়।

রবি হালদার বলেন, এই সময়ে পদ্মা নদীর চরভদ্রাসন অংশে বড় বড় আকৃতির পাঙাশ, কাতলা, বাগাড়সহ বিভিন্ন মাছ ধরা পড়ে। এসব মাছের আশায় পদ্মায় জাল ফেলেছিলেন। অনেক দিন পর বড় আকৃতির কাতলা মাছটি ধরতে পেরে তিনি বেশ খুশি।
কাতলা মাছটির ক্রেতা আবদুর রব ব্যাপারী বলেন, ‘এত বড় মাছ সচরাচর ধরা পড়ে না। এ জন্য মাছটি দেখা মাত্রই কিনে ফেললাম।’

উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান বলেন, অন্যান্য এলাকার পানি অপেক্ষা পদ্মা নদীর পানি মিঠা। এই সময় পদ্মায় বড় বড় মাছ বেশি দেখা যায়। নদীর মাছ বরাবরই সুস্বাদু। আর পদ্মা নদীর বড় কাতলার তো কোনো তুলনাই চলে না।