পদ্মায় পাইপের সঙ্গে ধাক্কা লেগে ফাটল লঞ্চের তলা

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মা নদীতে ড্রেজারের পাইপের সঙ্গে ধাক্কা লেগে এমভি শাহ পরান নামের একটি লঞ্চের তলা ফেটে গেছে। এর ফলে পানি উঠতে থাকা লঞ্চটিকে দুর্ঘটনা থেকে বাঁচাতে পদ্মার চরে জরুরিভাবে নোঙর করা হয়। রোববার বেলা পৌনে ১১টার দিকে লৌহজং টার্নিং পয়েন্টে এই ঘটনা ঘটে। তবে লঞ্চের যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মাওয়া নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক সিরাজুল কবীর প্রথম আলোকে বলেন, ১৬০ জন যাত্রী নিয়ে লঞ্চটি মাঝিকান্দি ঘাট থেকে শিমুলিয়া ঘাটের দিকে যাচ্ছিল। লঞ্চটি লৌহজং টার্নিং পয়েন্টে গেলে পদ্মা সেতুর নিচে থাকা ড্রেজিং কাজে ব্যবহৃত ড্রেজারের পাইপের সঙ্গে সেটির ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে লঞ্চের তলা ফেটে যায়। লঞ্চে পানি উঠতে শুরু করলে চালক পদ্মার চরে জরুরি নোঙর করে যাত্রীদের নিরাপদে নামিয়ে দেন। কোনো যাত্রী হতাহত হননি। পরে শিমুলিয়া ঘাট থেকে অন্য একটি লঞ্চ দিয়ে যাত্রীদের গন্তব্যে নেওয়া হয়।