পদ্মায় বাড়ছে পানি, যানবাহন ফেরিতে ওঠানামা ব্যাহত

দৌলতদিয়ার ৫ নম্বর ঘাটের পন্টুনের র‌্যামের মাথা তলিয়ে যাওয়ায় যানবাহন ওঠানামায় সমস্যা হচ্ছে। আজ শুক্রবার সকালে তোলা
ছবি: এম রাশেদুল হক।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে পানি বাড়ছে। গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১০ সেন্টিমিটার। দ্রুত পানি বাড়ায় নিচু অঞ্চলের জমি তলিয়ে যাচ্ছে। দৌলতদিয়া ফেরিঘাটের পন্টুনের র‌্যামের মাথা তলিয়ে যানবাহন ফেরিতে ওঠানামা ব্যাহত হচ্ছে। দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকার মরা পদ্মার মাঝে চলাচলের রাস্তা ভেঙে পানি প্রবেশ করছে।

পানি উন্নয়ন বোর্ড গোয়ালন্দ কার্যালয় সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে নদীতে পানি বাড়তে শুরু করেছে। আজ শুক্রবার সকালে পদ্মা নদীর ভাগ্যকূল গোয়ালন্দ পয়েন্টে পানির লেভেল ছিল ৫.৬৬ মিটার। গতকাল বৃহস্পতিবার পানির লেভেল ছিল ৫.৫৬ মিটার। গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দ পয়েন্টে পানি বেড়েছে ১০ সেন্টিমিটার। এর আগে গতকাল পানি বেড়েছিল ৪ সেন্টিমিটার।

গত ২৪ ঘণ্টায় পদ্মায় ১০ সেন্টিমিটার পানি বেড়েছে। দৌলতদিয়া ক্যানালঘাট এলাকার মরা পদ্মা নদীর ওপর নির্মিত কাঁচা রাস্তাটি পানির তোড়ে ভেঙে গেছে। আজ সকালে তোলা
ছবি: এম রাশেদুল হক।

শুক্রবার সকালে দৌলতদিয়া ক্যানাল ঘাটের পশ্চিমে দেখা যায়, মরা পদ্মার মাঝে ইদ্রিস শেখপাড়া, ঢল্লাপাড়া ও ব্যাপারীপাড়ার লোকজনের চলাচলের রাস্তাটি ভেঙে পানি প্রবেশ করছে। ভাঙা রাস্তা দেখে অনেকে অবাক হন। কেউ কেউ আবার দীর্ঘ পথ ঘুরে গন্তব্যে যান।

স্থানীয় বাসিন্দা ফজল শেখ নতুন পানিতে মাছ ধরার চেষ্টা করছেন। তিনি বলেন, বর্ষার পানি প্রবেশ করায় মাছ যাচ্ছে, তাই ধরার চেষ্টা করছেন।

দৌলতদিয়ার ঘাটে দেখা যায়, পদ্মার পানি দ্রুত বাড়তে থাকায় ৫ নম্বর ঘাটের কিছু দোকান সরিয়ে ফেলা হয়েছে। রাতে পানি প্রবেশ করায় সকালে দোকানটি সরিয়ে ওপরে বসানোর চেষ্টা করছেন। পান-সিগারেটের দোকানি উজ্জ্বল শেখ বলেন, গতকাল রাতেও পানিতে খুব একটা সমস্যা হয়নি। পানি বাড়ার ধরন দেখে বুঝতে পারেন দ্রুত দোকান সরাতে হবে।

র‌্যামের মাথা তলিয়ে যাওয়ায় কাদাপানি মাড়িয়ে ফেরিতে গাড়ি ওঠানামা করছে। কাদাপানি লেগে ব্যক্তিগত গাড়ি কর্দমাক্ত হয়ে পড়ছে এবং মোটরসাইকেলের চালকদের পোশাক নষ্ট হয়ে যাচ্ছে। ভারী গাড়িগুলো ফেরিতে ওঠার ক্ষেত্রে পিছলে বারবার পেছনের দিকে চলে যেতে দেখা যায়। মাঝেমধ্যে গাড়ি র‌্যামের মাথায় কাদাপানি ও গর্তে চাকা পড়ে বিকল হয়ে পড়ছে। এতে ফেরিতে গাড়ি ওঠানামায় সমস্যা হচ্ছে।

এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, পানি বাড়ায় ৩ ও ৪ নম্বর ঘাটের পন্টুনের র‌্যামের মাথা তলিয়ে যাওয়ায় মধ্যম স্তরে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ৫ নম্বর ঘাটে একই সমস্যা দেখা দিয়েছে। বিষয়টি বিআইডব্লিউটিএ ও বিআইডব্লিউটিসির মেরিন বিভাগকে জানানো হয়েছে। আজ শুক্রবার বিকেলে অথবা কাল শনিবার ঘাটটি মিডওয়াটার লেভেলে স্থানান্তরের কাজ করা হবে।