পরিবহননেতাদের দ্বন্দ্বে শেরপুর–ঢাকা বাস চলাচল বন্ধ

ঢাকাগামী বাস চলাচল বন্ধ থাকায় পড়ে আছে ড্রিমল্যান্ড সার্ভিসের বাসগুলো। আজ রোববার বিকেলে শেরপুরের নবীনগর এলাকার অস্থায়ী বাস টার্মিনালে
ছবি: প্রথম আলো

শেরপুর থেকে নতুনভাবে চালু হওয়া ড্রিমল্যান্ড স্পেশাল সার্ভিসের বাস ময়মনসিংহে আটকে দেওয়ার প্রতিবাদে শেরপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন শেরপুরের পরিবহনমালিক ও শ্রমিকেরা। আজ রোববার দুপুর থেকে বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

শেরপুর জেলা বাস-মিনিবাস মালিক সমিতি ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শহরের নবীনগর অস্থায়ী বাস টার্মিনাল থেকে শেরপুর-ঢাকা মহাসড়কে ড্রিমল্যান্ড পরিবহন নামের একটি বাস সার্ভিস চালু ছিল। মাঝখানে কিছুদিন বন্ধ থাকার পর বাসমালিকেরা সার্ভিসটিকে আরও উন্নত করে আজ থেকে নতুনভাবে চালু করেন।

কিন্তু শেরপুর থেকে ঢাকা যাওয়ার পথে ময়মনসিংহের শম্ভুগঞ্জ ব্রহ্মপুত্র সেতু এলাকায় ময়মনসিংহের পরিবহনশ্রমিকেরা ড্রিমল্যান্ড সার্ভিসের বাসগুলো আটকে দেন। এর প্রতিবাদে আজ দুপুর থেকে শেরপুরের বাসমালিক ও শ্রমিকেরা শেরপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন। আকস্মিক বাস চলাচল বন্ধ করে দেওয়ায় যাত্রীরা দুর্ভোগ ও ভোগান্তিতে পড়েছে।

জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. মোস্তফা আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ১৯৯৪ সাল থেকে শেরপুর-ঢাকা মহাসড়কে ড্রিমল্যান্ড পরিবহনের স্পেশাল সার্ভিসটি চালু রয়েছে। এটি জেলার অনেক পুরোনো একটি বাস সার্ভিস। আজ থেকে নতুনভাবে সার্ভিসটি যাত্রা শুরু করলেও ময়মনসিংহের ব্রহ্মপুত্র সেতুতে শেরপুরের বাসগুলো আটকে দেওয়া হয়। এর প্রতিবাদে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

ময়মনসিংহ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ছানোয়ার হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ড্রিমল্যান্ড স্পেশাল সার্ভিস চালুর আগে শেরপুরের বাসমালিক কর্তৃপক্ষ ময়মনসিংহের বাসমালিক কর্তৃপক্ষের সঙ্গে কোনো আলোচনা করেনি। ফলে শেরপুর থেকে ঢাকাগামী ড্রিমল্যান্ড স্পেশাল সার্ভিসের শুধু দুটি বাস ফিরিয়ে দেওয়া হয়েছে। অন্য কোনো বাস চলতে বাধা দেওয়া হয়নি। অথচ শেরপুরের বাস মালিক ও শ্রমিকের নেতারা সব বাস সার্ভিস বন্ধ রেখেছেন, যা সম্পূর্ণ অযৌক্তিক বলে দাবি করেন তিনি।