পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন নিয়ে প্রবেশ করায় পর্যবেক্ষককে অব্যাহতি
চট্টগ্রামের সাতকানিয়ায় এইচএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্র পর্যবেক্ষকের কাছে মুঠোফোন থাকায় তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বাজালিয়ার কর্নেল অলি আহমদ বীর বিক্রম কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।
অব্যাহতি পাওয়া ওই পর্যবেক্ষকের নাম মো. নুর উদ্দিন। তিনি ওই কলেজের গণিতের শিক্ষক। সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা-তুজ-জোহরা এ শাস্তি দেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ওই কেন্দ্রে আজ সকাল ১০টায় এইচএসসির (ভোকেশনাল) হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ বিষয়ের পরীক্ষা চলছিল। এ সময় ইউএনও ফাতেমা-তুজ-জোহরা পরীক্ষাকেন্দ্রটি পরিদর্শনে যান। পরিদর্শনের একপর্যায়ে তিনি শিক্ষক নুর উদ্দিনের কাছে মুঠোফোন দেখতে পান।
ফাতেমা-তুজ-জোহরা প্রথম আলোকে বলেন, পরীক্ষা চলাকালে পরীক্ষাকেন্দ্রের দায়িত্বে থাকা ব্যক্তিদের মুঠোফোন ব্যবহার করা নিষেধ। কিন্তু ওই হল পর্যবেক্ষকের কাছে মুঠোফোন থাকায় কেন্দ্রসচিবকে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।
কর্নেল অলি আহমদ বীর বিক্রম কলেজের অধ্যক্ষ আবুল কাশেম প্রথম আলোকে বলেন, নুর উদ্দিন ভুলবশত পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন সঙ্গে নিয়ে দায়িত্ব পালন করছিলেন। বিষয়টি জানাজানি হওয়ার পর অন্যান্য হল পর্যবেক্ষকদের সতর্ক করা হয়েছে। এ ছাড়া নুর উদ্দিনকে হল পর্যবেক্ষকের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।