পলাশবাড়ীতে ‘আল্লাহর দল’–এর দুই সদস্য গ্রেপ্তার

গ্রেপ্তার
প্রতীকী ছবি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযানে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লাহর দল’–এর দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার বিকেলে রংপুর র‌্যাব-১৩–এর সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা মো. হালিউজ্জামান বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার দুজন হলেন আবদুল আলীম মণ্ডল (৪২) ও শফিউল ইসলাম (২৮)। তাঁরা আল্লাহর দলের সক্রিয় সদস্য।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত আটটার দিকে রংপুর র‌্যাব-১৩–এর একটি দল পলাশবাড়ী থানার মেরির হাটবাজার এলাকায় অভিযান চালিয়ে আবদুল আলীম মণ্ডল ও শফিউল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই ও প্রচারপত্র জব্দ করা হয়।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আবদুল আলীম মণ্ডল এর আগে কুড়িগ্রাম জেলায় নিষিদ্ধ সংগঠন আল্লাহর দলের প্রধান সমন্বয়ক এবং সার্বক্ষণিক দায়িত্বে নিয়োজিত ছিলেন। শফিউল ইসলাম গাইবান্ধা জেলার পলাশবাড়ী এলাকায় থাকার কথা স্বীকার করেছেন। তাঁরা শীর্ষ নেতাদের কাছ থেকে বায়াত গ্রহণ করে নিয়মিতভাবে দলের জন্য চাঁদা সংগ্রহসহ দলীয় কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। পরে তাঁদের এক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।