পশুর নদে পড়ে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মিলল লাশ

মোংলায় পশুর নদে পড়ে নিখোঁজের ৩০ ঘণ্টা পর কার্গো জাহাজের এক লস্করের লাশ উদ্ধার করা হয়েছে
প্রতীকী ছবি

বাগেরহাটের মোংলা উপজেলার পশুর নদে পড়ে নিখোঁজের ৩০ ঘণ্টা পর কার্গো জাহাজের এক লস্করের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে পশুর লাউডোব খেয়াঘাট এলাকায় লাশটি ভেসে উঠলে ফায়ার সার্ভিস সদস্যরা সেটি উদ্ধার করেন।

নিহতের নাম জাবের আলী। তিনি কার্গো জাহাজ এমভি মোকসেদপুর-ফেনীর লস্কর (জাহাজের রশি বাঁধা ও পাহারা দেওয়ার কাজ) হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নড়াইল জেলার চুনখোলা গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল সোমবার বেলা ১১টার দিকে মোংলা বন্দরের পশুর নদের একটি বয়ার সঙ্গে বেঁধে রাখা জাহাজের রশি খোলার সময় পড়ে যান জাবের আলী। এরপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মোংলা ইপিজেড স্টেশনের স্টেশন কর্মকর্তা আরশাদ আলী বলেন, সোমবার নিখোঁজের পর থেকে খুলনার ডুবুরি দলসহ তাঁরা উদ্ধার অভিযান শুরু করেন। কিন্তু পানি ও স্রোত বেশি থাকায় তাঁরা জাবেরের সন্ধান পাননি। মঙ্গলবার বিকেলে পশুর নদের লাউডোব এলাকায় জাবেরের মৃতদেহ ভেসে ওঠে। পরে তাঁর মরদেহ উদ্ধার করেন তাঁরা।