পাংশা পৌরসভা নির্বাচনে আ.লীগ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নির্বাচন
প্রতীকী ছবি

রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ওয়াজেদ আলীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। তিনিসহ মনোনয়নপত্র জমা দিয়েছিলেন চারজন। এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, ঋণখেলাপি হওয়ায় ওয়াজেদ আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া কাউন্সিলর পদে দুজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

মেয়র পদে চারজনের মধ্যে একজন আওয়ামী লীগের, একজন বিএনপির ও দুজন স্বতন্ত্র প্রার্থী। বাকি তিন প্রার্থী হলেন বিএনপির রইচ উদ্দিন খান এবং স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক ফরহাদ ও মো. ইদ্রিস আলী। আওয়ামী লীগের প্রার্থী ওয়াজেদ আলী সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি। রইচ উদ্দিন পৌর বিএনপির সদস্যসচিব। ফজলুল হক উপজেলা যুবলীগের আহ্বায়ক। অপরজন ইদ্রিস আলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ওয়াজেদ আলীর ভাই।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, পাংশা পৌরসভায় মোট ভোটার ২৪ হাজার ৩১৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ১২ হাজার ১১৩ ও নারী ১২ হাজার ২০০ জন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারি। পরের দিন প্রতীক বরাদ্দ করা হবে। ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।