পাইকগাছায় উপনির্বাচন: এক বুথে এক ঘণ্টায় ১টি ভোট

খুলনার পাইকগাছা উপজেলা পরিষদ উপনির্বাচনে সকালে স্বল্পসংখ্যক ভোটার উপস্থিতি দেখা যায়। নৌকা প্রতীকের পোলিং এজেন্ট ছাড়া অন্য কোনো এজেন্ট ছিলেন না। কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল অ্যান্ড কলেজ, পাইকগাছা, খুলনা, ২০ অক্টোবর
সাদ্দাম হোসেন

খুলনার পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন ভোটগ্রহণ চলছে। আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। শুরু থেকে ১০টা পর্যন্ত এক ঘণ্টায় আটটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোট প্রদানে ভোটারদের আগ্রহ খুবই কম। কোথাও খুব বেশি ভোটারদের উপস্থিতি দেখা যায়নি। অধিকাংশ বুথেই ধানের শীষের পোলিং এজেন্ট নেই।

সকাল সোয়া ১০টার দিকে মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র গিয়ে দেখা যায়, ওই কেন্দ্রের পাঁচ নম্বর বুথে (মহিলা) ২টি ভোট পড়েছে। ওই বুথে মোট ভোটার ছিলেন ৩৯৩ জন। অন্যদিকে পাশের ৬ নম্বর বুথে (মহিলা) ভোট পড়েছে মাত্র একটি। ওই বুথে ভোটার আছেন ৩৯৬ জন।

জানতে চাইলে মানিকতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার রুহুল আমিন বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ রয়েছে। তবে ভোটাররা কেন কেন্দ্রে আসছেন না, তা বোঝা যাচ্ছে না।

পাইকগাছা উপজেলায় মোট ভোটার আছেন ২ লাখ ১৯ হাজার ৭১৬ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৯ হাজার ২৫২ জন।

একই দিন খুলনার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ২ ও ৩ নম্বর ওয়ার্ডে এবং রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ১ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।