পাখির গ্রাম বেলগাছিতে দুটি বাগডাশ অবমুক্ত

খাবারের সন্ধানে লোকালয়ে এসে আটকে পড়া দুটি বাঘডাশ । রোববার সকালে চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি এলাকায়। পরে এগুলো অবমুক্ত করে দেওয়া হয়।
প্রথম আলো

চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়িতে চলে আসা দুটো বাঘডাশ উদ্ধার করা হয়েছে। রোববার বাঘডাশ দুটি উদ্ধার করেন এক স্কুলশিক্ষক। রোববারই এগুলো পাখির গ্রাম হিসেবে পরিচিত বেলগাছির বনে অবমুক্ত করে দেওয়া হয়।

পরিবেশবাদী সংগঠনের সদস্য ও বন বিভাগের প্রতিনিধিদের উপস্থিতিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ সাদিকুর রহমান রোববার বেলা ১১টায় বাঘডাশ দুটি অবমুক্ত করেন।

পাখির গ্রাম বেলগাছির প্রতিষ্ঠাতা স্কুলশিক্ষক বখতিয়ার হামিদ জানান, শনিবার দিবাগত রাতে ও রোববার সকালে দুটি বাঘডাশ বন থেকে লোকালয়ে খাবারের খোঁজে চলে আসে। বুজরুকগড়গড়ি মহল্লার আবদুর রাজ্জাকের বাড়িতে ঢুকলে বাড়ির মালিক ওই প্রাণী দুটিকে আটকে রাখেন।

বখতিয়ার হামিদ বলেন, ‘রোববার সকাল নয়টার দিকে খবর পেয়ে আমি বাঘডাশ দুটিকে উদ্ধার করে সদরের ইউএনও মুহাম্মদ সাদিকুর রহমান ও বন বিভাগের ফরেস্টার জাকির হোসেনকে মুঠোফোনে জানাই। এরপর বাঘডাশ দুটিকে বেলগাছি গ্রামের কবরস্থানসংলগ্ন বনে অবমুক্ত করা হয়। ইউএনও মুহাম্মদ সাদিকুর রহমান বাঘডাশ দুটি অবমুক্ত করেন।’

ইউএনও মুহাম্মদ সাদিকুর রহমান বলেন, ‘বিপন্নপ্রায় বাঘডাশ দুটি অবমুক্ত করতে পেরে ভালো লাগছে। এদের প্রতি খারাপ আচরণ না করলে এরা কারও সঙ্গে খারাপ আচরণ করে না।এসব প্রাণী খুবই উপকারী। আসুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাই মিলে বন্য প্রাণী সংরক্ষণ করি।’

বাঘডাশ অবমুক্তকরণের সময় চুয়াডাঙ্গা সামাজিক বন বিভাগের সহকারী ফরেস্টার জুয়েল খান এবং পাখির গ্রাম বেলগাছির সদস্যরা উপস্থিত ছিলেন।