পাঙাশ মাছের মড়ক রোধ করবে বায়োফিল্ম ভ্যাকসিন: গবেষণায় দাবি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

পাঙাশ মাছের মড়ক রোধ করতে বায়োফিল্ম নামে নতুন ভ্যাকসিন উদ্ভাবিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষকের পিএইচডি গবেষণা ফলের ওপর আয়োজিত সেমিনারে এই দাবি করা হয়।

সেমিনারে চারটি গুরুত্বপূর্ণ গবেষণার তথ্য প্রকাশ করা হয়। এর মধ্যে ‘বায়োফিল্ম’ নামে নতুন ভ্যাকসিন উদ্ভাবন করেছেন বিশ্ববিদ্যালয়ের মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আবদুল্লাহ আল মামুন। যে ভ্যাকসিনটি পাঙাশ মাছের মড়ক রোধ করতে সক্ষম বলে দাবি করা হয়।

ডিএনএ বারকোডিংয়ের মাধ্যমে জেনেটিক পদ্ধতিতে একই প্রজাতির মাছ শনাক্তের মাধ্যমে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি চাষাবাদ পদ্ধতিতে আমূল পরিবর্তন আনা সম্ভব বলে দাবি করেন আরেক গবেষক মৎস্য জীববিদ্যা ও কৌলিতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক শামীমা নাসরীন।

সেমিনারে উপস্থাপিত অপর দুটি গবেষণাপত্র ইতিমধ্যে পেটেন্ট পেয়েছে বলেও জানানো হয়েছে। এর একটি হচ্ছে ‘সয়াগ্রোথ বোস্টার’ নামে প্রোটিন পরিপূরক। এ গবেষণা করেছেন মাৎস্য চাষ বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ এনামুল কবির। এটি মৎস্য, ডেইরি ও পোলট্রিশিল্পে প্রোটিনের পরিপূরক হিসেবে ভূমিকা রাখবে।

চতুর্থ গবেষণাটি হচ্ছে স্যাটেলাইট প্রযুক্তি ব্যবহার করে সামুদ্রিক কুয়াশা নির্ধারণ ও এর স্থানান্তর প্রক্রিয়া নির্ণয়ের মাধ্যমে সামুদ্রিক দুর্ঘটনা রোধ করা। এই কৌশল আবিষ্কার করেছেন জলজ সম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক আহমেদ হারুন-আল-রশীদ।

সেমিনারে সভাপতিত্ব করেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন মো. আবু সাঈদ। সহকারী অধ্যাপক মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন মাৎস্য চাষ বিভাগের অধ্যাপক মো. শাহাব উদ্দিন, অধ্যাপক মোহা. তরিকুল আলম, সেমিনার আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবু জাফর ব্যাপারী, সহযোগী অধ্যাপক মো. তাওহীদ হাসান প্রমুখ।