পাটকলশ্রমিকদের সমাবেশস্থলে ১৪৪ ধারা

রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো আবার সরকারি ব্যবস্থাপনায় চালু, শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধসহ ১৪ দফা দাবিতে ডাকা সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটী বাজারের শিববাড়ী মাঠে আজ বুধবার বিকেল চারটায় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এরই মধ্যে আজ সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।

আগামী ২৭ সেপ্টেম্বর জেলা প্রশাসনের কার্যালয় ঘেরাও কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশ আহ্বান করেছিল ‘পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদ’ নামে সংগঠনটি। দুপুরের দিকে সংগঠনের নেতা-কর্মীরা জানতে পারেন সেখানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

জানতে চাইলে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুল আলম বলেন, একই জায়গায় একই সময়ে দুটি সংগঠন সমাবেশ আহ্বান করেছে। এ কারণে আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে সেখানে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা, সমাবেশ বন্ধ ঘোষণা করা হয়েছে। তিনি আরও বলেন, ওই স্থানে সমাবেশ করার জন্য গত ২১ সেপ্টেম্বর আবেদন করে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ। ভৈরব নদের ওপর সেতু করার জন্য টেন্ডার আহ্বান করায় প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদকে অভিনন্দন জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ করতে চেয়েছিল তাঁরা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে কথা বললে তিনি সেখানে ওই সময়ে আরও একটি সংগঠনের সমাবেশ রয়েছে বলে জানান। এ কারণে ওই স্থানে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহ্বায়ক কুদরত-ই-খুদা বলেন, দিঘলিয়ার শিববাড়ীতে ডাকা সমাবেশ পাটকল বন্ধ ঘোষণার প্রতিবাদে চলমান আন্দোলনেরই অংশ। সংগঠনটির ১৪ দফা দাবিতে ২৭ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও কর্মসূচি আছে। ওই কর্মসূচিকে সফল করতে রাষ্ট্রায়ত্ত পাটকল রয়েছে, এমন বিভিন্ন জায়গায় শ্রমিক সমাবেশ আহ্বান করা হয়েছে। গত ২০ সেপ্টেম্বর যশোরের রাজঘাট এলাকার কেজি স্কুল চত্বরেও সমাবেশ করা হয়। এর আগেও বিভিন্ন সময় আন্দোলন করা হলেও কখনো এমন পরিস্থিতিতে পড়তে হয়নি।