পাথর উত্তোলন করতে গিয়ে তরুণ গুলিবিদ্ধ

সিলেটের গোয়াইনঘাটের সীমান্ত এলাকায় পাথর উত্তোলন করতে গিয়ে আশুক মিয়া (৩০) নামের এক তরুণ গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে রুস্তমপুর কুরুমছড়ার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আশুক মিয়া গোয়াইনঘাটের রুস্তমপুর কুরুমছড়ার পাড় গ্রামের বাসিন্দা।

এলাকার কয়েকজন বাসিন্দা ও আহত আশুক মিয়ার পরিবারের সূত্রে জানা গেছে, আশুক মিয়া পাথরশ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার বিকেলে তিনি পাথর উত্তোলন করার একপর্যায়ে ভারতীয় সীমান্ত এলাকায় প্রবেশ করেন। এ সময় ভারতের সীমান্তে বসবাস করা লোকজন তাঁকে গুলি করেন। এতে ছররা গুলির আঘাতে আহত হন আশুক মিয়া। পরে সেখান থেকে কোনোভাবে বাংলাদেশ সীমান্তে চলে আসেন তিনি। এ সময় স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে রাতে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ব্যাপারে সিলেট গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ জানান, ‘আমরা শুনেছি ভারতের সীমান্ত এলাকায় প্রবেশ করার সময় গুলিবিদ্ধ হয়েছেন আশুক মিয়া। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।’ তিনি আরও জানান, ‘বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।’