পাথরঘাটায় ৫টি হরিণের চামড়া উদ্ধার

বরগুনার পাথরঘাটায় কোস্টগার্ডের অভিযানে উদ্ধার হওয়া হরিণের চামড়া
প্রথম আলো

বরগুনার পাথরঘাটায় ৫টি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার রাতে বলেশ্বর নদসংলগ্ন টেংরা গোঁড়া খালের তীরবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ওই ৫টি চামড়া উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেননি কোস্টগার্ডের সদস্যরা।

পাথরঘাটা কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফাহিম শাহরিয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চরদুয়ানী ইউনিয়নের টেংরা গোঁড়া খাল এলাকা থেকে গতকাল রাত ৯টা ২৫ মিনিটের দিকে কোস্টগার্ড সদস্যরা পাঁচটি হরিণের চামড়া উদ্ধার করেন। তবে পরিত্যক্ত অবস্থায় ওই চামড়া উদ্ধার করার সময় কাউকে আটক করা যায়নি। পরে ওই রাতেই হরিণের চামড়া পাথরঘাটা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন বিভাগের পাথরঘাটা সদর বিট কর্মকর্তা পলাশ চক্রবর্তী বলেন, উদ্ধার হওয়া পাঁচটি হরিণের চামড়া বন বিভাগ আজ রোববার সকাল থেকে ট্যানারি করার প্রক্রিয়া শুরু করেছে। ট্যানারি শেষে চামড়া সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। তবে কোস্টগার্ডের ধারণা, ওই হরিণ সুন্দরবন থেকে শিকার করে আনা হয়েছে।

এ ব্যাপারে পাথরঘাটা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক বলেন, পাঁচটি হরিণের চামড়া উদ্ধারের ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে পাথরঘাটা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রক্রিয়া চলছে। তবে কোস্টগার্ড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করার কারণে কারও বিরুদ্ধে মামলা করার সুযোগ তাঁদের নেই।