পাথরঘাটায় আ.লীগের ৮ কমিটি স্থগিত

বরগুনার পাথরঘাটা উপজেলার সাতটি ইউনিয়ন ও পৌর আওয়ামী লীগের কমিটি স্থগিত ঘোষণা করেছে জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাতে জেলা আওয়ামী লীগ এক জরুরি সভায় এসব কমিটি স্থগিত ঘোষণা করে।

কমিটি গঠনে টাকা লেনদেন, ত্যাগী নেতাদের অবমূল্যায়ন ও রাজাকারের সন্তানদের স্থান দেওয়ার অভিযোগে এসব কমিটি স্থগিত করা হয়।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ূন কবিরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব মৃধা, জেলা যুবলীগ সভাপতি ও বরগুনা পৌর মেয়র কামরুল আহসান মহারাজ প্রমুখ।

স্থগিত ঘোষণা করা কমিটিগুলো হলো রায়হানপুর ইউনিয়ন, নাচনাপাড়া, চরদুয়ানী, পাথরঘাটা সদর, কালমেঘা, কাকচিড়া, কাঁঠালতলী ইউনিয়ন আওয়ামী লীগ শাখা ও পাথরঘাটা পৌর আওয়ামী লীগ শাখা।

জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব মৃধা বলেন, পাথরঘাটা উপজেলার সাতটি ইউনিয়ন আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের কমিটি গঠন নিয়ে টাকা লেনদেন, কমিটিতে রাজাকারের সন্তানদের স্থান দেওয়া ও ত্যাগী নেতাদের অবমূল্যায়নসহ বিভিন্ন অভিযোগে কমিটিগুলো স্থগিত ঘোষণা করা হয়।

এর আগে ২ মার্চ স্থানীয় সাংসদ শওকত হাচানুর রহমান ও সংরক্ষিত নারী আসনের সাংসদ সুলতানা নাদিরাসহ উপজেলা আওয়ামী লীগ নেতাদের উপস্থিতিতে এসব কমিটি ঘোষণা করা হয়।