পাথরঘাটায় চাল আত্মসাতের অভিযোগে ইউপি চেয়ারম্যান বরখাস্ত

কাকচিড়া ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন।
ছবি: সংগৃহীত

বরগুনার পাথরঘাটার কাকচিড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আলাউদ্দিনকে বরখাস্ত করা হয়েছে। জেলেদের খাদ্যসহায়তার ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে তাঁর বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে । গত বৃহস্পতিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ ইফতেখার আলম চৌধুরীর স্বাক্ষরিত আদেশে বরখাস্তের বিষয়টি জানানো হয়।

ইউপি চেয়ারম্যান মো. আলাউদ্দিন বলেন, ‘চাল বিতরণে অনিয়ম বা আত্মসাৎ করা হয়নি। সুষ্ঠুভাবে বিতরণ করা হয়েছে। তবে আমি ষড়যন্ত্রের শিকার।’

তবে এ বিষয়ে পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা সুলতানা শুক্রবার সন্ধ্যায় বলেন, ‘ইউপি চেয়ারম্যানকে বরখাস্তের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। তবে সাপ্তাহিক ছুটির কারণে কোনো কাগজ এখনো হাতে পাইনি। সাপ্তাহিক ছুটি শেষে সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিয়ে বিষয়টি জানা যাবে।’

২৭ হাজার ৫০০ কেজি চাল আত্মসাতের অভিযোগে গত ১৬ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত পটুয়াখালী জেলা কার্যালয়ের পক্ষ থেকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে মামলা করা হয়।

২৭ হাজার ৫০০ কেজি চাল আত্মসাতের অভিযোগে গত ১৬ এপ্রিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত পটুয়াখালী জেলা কার্যালয়ের পক্ষ থেকে বরগুনা জেলা ও দায়রা জজ আদালতে মামলা করা হয়। এর আগে ওই ভিজিএফের চাল বিতরণে অনিয়ম ও আত্মসাতের অভিযোগে পাথরঘাটা থানায় ৪ এপ্রিল লিখিত অভিযোগ দেন পাথরঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) নাছরিন সুলতানা।
এ ঘটনায় গত ১৫ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের আদেশে মো. আলাউদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। ওই বরখাস্তের আদেশ প্রত্যাহার চেয়ে আলাউদ্দিন হাইকোর্টে আবেদন করলে গত ২২ জুলাই হাইকোর্ট সাময়িক বরখাস্তের আদেশটি স্থগিত করেন।

দুদকের করা মামলা সূত্রে জানা যায়, মো. আলাউদ্দিন ৫৫০টি জেলে পরিবারের ফেব্রুয়ারি ও মার্চ মাসের ভিজিএফের চাল বিতরণে অনিয়ম করে ২৭ হাজার ৫০০ কেজি চাল আত্মসাৎ করেন। এর মূল্য প্রায় ১২ লাখ টাকা।