পাথরবোঝাই ট্রাক থেকে ফেনসিডিল জব্দ, গ্রেপ্তার ৩

প্রতীকী ছবি

জয়পুরহাটে পাথরবোঝাই একটি ট্রাক থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ সময় ফেনসিডিল বহন করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

আজ শুক্রবার সকাল ছয়টার দিকে পাঁচবিবি উপজেলার জয়পুরহাট-পাঁচবিবি সড়কের বটতলী মোড়ে এ ঘটনা ঘটে। র‍্যাব বলছে, গ্রেপ্তার ওই তিনজন মাদক ব্যবসায়ী।

গ্রেপ্তার তিনজন হলেন জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুরের মো. ফারুক হোসেন (৩৫), একই এলাকার মো. ওবায়দুল তালুকদার (২২) ও দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুরের মাহবুব আলী ওরফে সাঈদ (৩৫)।

র‍্যাব-৫ ক্যাম্প সূত্র জানায়, ১৩ দশমিক ৭৬ মেট্রিক টন পাথরবোঝাই একটি ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা পাঁচবিবি উপজেলার বটতলী এলাকায় ট্রাকটি থামিয়ে ট্রাক থেকে ৭২৭ বোতল ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছেন। মাদক মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা পাথরবোঝাই ট্রাকে করে ফেনসিডিল সরবরাহের করার কথা স্বীকার করেছেন।