পানি সেচ দিতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

ছুরিকাঘাত
প্রতীকী

হবিগঞ্জের বাহুবল উপজেলায় পানি সেচ দিতে গিয়ে ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা একটার দিকে উপজেলার ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই যুবকের নাম জামাল মিয়া (২৫)। তিনি একই গ্রামের গেদু মিয়ার ছেলে। তাঁর পেশা কৃষি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফতেহপুর গ্রামের জামাল মিয়া আজ শুক্রবার সকালে গ্রামের পাশের হাওরে নিজ জমিতে সেচ দিতে যান। এ সময় একই গ্রামের সজলু মিয়া ও তাঁর আত্মীয়স্বজনেরা সেচ দিতে বাধা দেন। এ নিয়ে প্রথমে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁদের ছুরিকাঘাতে জামাল মিয়া গুরুতর আহত হন। খবর পেয়ে স্বজনেরা তাঁকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে গেছেন।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান বলেন, সেচ নিয়ে বিরোধ থেকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে জামাল মিয়া প্রাণ হারান। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে পাঠায়।