পানির লাইনের সুইচ দিতে গিয়ে ছাত্রের মৃত্যু

রোববার রাতে ইমতিয়াজ পানির মোটর লাইনের সুইচ দিতে যায়। এ সময় সে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া ইমতিয়াজ।
সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রোববার রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইমতিয়াজ আখন্দ ইফতি (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল। উপজেলার শিক্ষক দম্পতি মো. জামাল হোসেন আখন্দ ও রুমি আক্তারের একমাত্র ছেলে ছিল সে।

নিহতের পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাতে ইমতিয়াজ পানির মোটর লাইনের সুইচ দিতে যায়। এ সময় সে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইমতিয়াজের বাবা স্কুলশিক্ষক জামাল হোসেন আখন্দ বলেন, ‘মুহূর্তের মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আমার ছেলেটি মারা গেল।’

কসবা সরকারি উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক মো. শফিকুর রহমান বলেন, ‘খুবই মেধাবী ছিল ইমতিয়াজ। শাপলা এওয়ার্ড পাওয়া স্কাউট ছিল সে।’


কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, এ বিষয়ে কেউ থানায় কেউ কিছু জানায়নি।