পাবনার শুঁটকি বিদেশে

>পাবনার সুজানগরের মসজিদপাড়ার শুঁটকি ব্যবসায়ীরা এখন ব্যস্ত সময় পার করছেন। এই শুঁটকি দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হচ্ছে ভারতে। ছবিগুলো গত শুক্রবার তোলা।
পাবনার বিভিন্ন বিল ও নদ-নদী থেকে মাছ এনে ট্রাক থেকে নামানো হচ্ছে।
পাবনার বিভিন্ন বিল ও নদ-নদী থেকে মাছ এনে ট্রাক থেকে নামানো হচ্ছে।
মাছ শুকানোর আগে দেওয়া হয় কাঁচা মাছে লবণ।
মাছ শুকানোর আগে দেওয়া হয় কাঁচা মাছে লবণ।
রোদে মাছ শুকানোয় ব্যস্ত দুই শ্রমিক।
রোদে মাছ শুকানোয় ব্যস্ত দুই শ্রমিক।
শুঁটকি তৈরি পর বস্তায় করে তা নিয়ে যাচ্ছেন এক শ্রমিক।
শুঁটকি তৈরি পর বস্তায় করে তা নিয়ে যাচ্ছেন এক শ্রমিক।