পাবনায় অটোভ্যান খাদে পড়ে নারী, ট্রাকের চাপায় বৃদ্ধ নিহত

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অটোভ্যান খাদে পড়ে সাজেদা খাতুন (৫৫) নামের এক নারী ও ঈশ্বরদী উপজেলায় ট্রাকের চাপায় লুৎফর রহমান (৬৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে ভাঙ্গুড়ার কলকতি গ্রামে শরৎনগর-অষ্টমনিষা সড়কে এবং ভোরে ঈশ্বরদীর পাবনা-পাকশী সড়কের চর রূপপুর জিগাতলা মোড়ে পৃথক দুটি দুর্ঘটনা ঘটে।

নিহত সাজেদা খাতুন পাবনার ফরিদপুর উপজেলার বিএলবাড়ি ইউনিয়নের দেওভোগ গ্রামের মৃত আবুল হোসেন মল্লিকের স্ত্রী। নিহত লুৎফর রহমানের বাড়ি ঈশ্বরদীর সাহাপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাজেদা খাতুন পাবনার চাটমোহর উপজেলার নিমাইচড়া গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। আজ দুপুর ১২টার দিকে সেখান থেকে একটি অটোভ্যানে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন তিনি। কলকতি গ্রামে এসে অটোভ্যানের চালক নিয়ন্ত্রণ হারালে ভ্যানটি ছিটকে পাশের খাদে পড়ে যায়। এতে সাজেদাসহ চার যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকেরা সাজেদাকে মৃত ঘোষণা করেন।

অপর দিকে লুৎফর রহমান স্থানীয় মসজিদে ফজরের নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন। এ সময় ট্রাকচালক তাঁকে চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঈশ্বরদীর রূপপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আতিকুল ইসলাম বলেন, ভোরে রাস্তায় কোনো লোকজন না থাকায় ট্রাকটি শনাক্ত করা যায়নি। তবে ওই ট্রাক ও ট্রাকচালককে খুঁজে বের করার চেষ্টা চলছে। কোনো অভিযোগ না থানায় লাশ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।