পাবনায় নিখোঁজের তিন দিন পর ডোবা থেকে লাশ উদ্ধার

লাশ উদ্ধার
প্রতীকী ছবি

পাবনা জেলা শহরের দক্ষিণ রাঘবপুর এলাকার নিজ বাড়ি থেকে তিন দিন আগে নিখোঁজ হয়েছিলেন জাহাঙ্গীর আলম (৬০) নামের এক ব্যক্তি। আজ সোমবার দুপুরে একটি ডোবা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।

জেলা সদরের রাজাপুর এলাকার পাবনা-ঢাকা মহাসড়কের পাশে ওই ডোবায় আজ লাশটি ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশকে জানান। পরে স্বজনেরা লাশটি শনাক্ত করেন।

নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, জাহাঙ্গীর আলম গত শুক্রবার সকালে বাড়ি থেকে বের হন। এর পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল রোববার তাঁর স্ত্রী শাহানারা খাতুন এ বিষয়ে পাবনা সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পর থেকেই পুলিশ তাঁকে খুঁজতে শুরু করে।

পুলিশ ধারণা করছে, এক থেকে দুদিন আগেই তাঁকে হত্যার পর ওই ডোবায় ফেলে রাখা হয়েছিল।

আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাজাপুর এলাকার একটি ডোবায় একটি লাশ ভাসতে থেকে স্থানীয় লোকজন থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। খবর পেয়ে নিহত ব্যক্তির স্বজনেরা এসে লাশটি জাহাঙ্গীর আলমের বলে শনাক্ত করেন।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তর জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এক থেকে দুদিন আগেই তাঁকে হত্যার পর ওই ডোবায় ফেলে রাখা হয়েছিল। এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবার এখনো কোনো মামলা করেনি। হত্যার কারণ উদ্‌ঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।