পাবনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে দুই নারী নিহত, আহত ১০

পাবনা জেলা সদরের মধুপুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়
ছবি: প্রথম আলো

পাবনা-ঢাকা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে দুই নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা সদরের আতাইকুলা থানার মধুপুর এলাকায় এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত দুজন হলেন জেলার সুজানগর উপজেলার চর গোলাই মধ্যপাড়া গ্রামের সুলতানা কনিকা (২৭) ও আতাইকুলা থানার বৃহস্পতিপুর গ্রামের মোর্শেদা বেগম (৭০)।

প্রত্যক্ষদর্শীদের কয়েকজন জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে ‘মোহাম্মদ এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস পাবনার দিকে আসছিল। দুপুর ১২টার দিকে মধুপুর এলাকায় পৌঁছালে বাসটির চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় মহাসড়ক থেকে বাসটি পাশের খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই নারী মারা যান। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ আহত ব্যক্তিদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম প্রথম আলোকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে নিহত ব্যক্তিদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হয়েছে। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। উল্টে যাওয়া বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। তবে ঘটনার পরই চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।