পাবনায় মদপানে অসুস্থ হয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

পাবনার সাঁথিয়া উপজেলায় মদ পান করে অসুস্থ হয়ে দুই বন্ধুর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। আজ শুক্রবার ভোরে হাসপাতালে নেওয়ার পথে ওই দুজনের মৃত্যু হয়। পুলিশের ভাষ্য, দুই বন্ধুর মদপানে অসুস্থ হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

মারা যাওয়া দুজন হলেন উপজেলার বনগ্রাম সাহা পাড়ার সুবাস সাহার ছেলে আকাশ সাহা (২০) এবং একই পাড়ার নন্দ দুলাল সাহার ছেলে শুভ সাহা (২২)। আকাশ পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। আর শুভ ঢাকার স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

স্থানীয় লোকজন ও থানা–পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার আকাশের ছোট বোনের জন্মদিন ছিল। এ উপলক্ষে ঘরোয়াভাবে কেক কাটা ও খাওয়াদাওয়া হয়। রাত ১২টার দিকে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে আকাশ তাঁর কক্ষে বন্ধু শুভকে নিয়ে মদ পান শুরু করেন। একপর্যায়ে দুজন অসুস্থ হয়ে পড়েন। বিষয়টি টের পেয়ে আজ ভোরে স্বজনেরা তাঁদের উদ্ধার করে সিরাজগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার জন্য রওনা হন। তবে পথেই দুই বন্ধুর মৃত্যু হয়।

এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আলম। তিনি বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল মারা যাওয়া আকাশের কক্ষ পরিদর্শন করেছে। সেখানে মদপানের আলামত পাওয়া গেছে। হয় মদটি বিষাক্ত ছিল অথবা তাঁরা অতিরিক্ত পান করে ফেলেছিলেন।

ওসি বলেন, ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। কোথা থেকে তাঁরা এই মদ পেলেন, তা খুঁজে বের করার চেষ্টা চলছে।