পার্বতীপুরে হাট-বাজার আগের মতো, বালাই নেই স্বাস্থ্যবিধির

দিনাজপুর
দিনাজপুর

দিনাজপুরের পার্বতীপুরে হাট–বাজার, দোকান–পাট প্রায় আগের অবস্থায় ফিরে এসেছে। ক্রেতাদের ভিড়ও বাড়ছে। তবে করোনাভাইরাস ঠেকাতে স্বাস্থ্যবিধি মানার বালাই নেই উভয়পক্ষের মধ্যেই।


স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, করোনা সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার সচলের জন্য গত ১৩ এপ্রিল পার্বতীপুর শহরের কাঁচাবাজার শহীদ ময়দানে স্থানান্তর করে উপজেলা প্রশাসন। তবে এখন আর কাঁচামাল ব্যবসায়ীরা এখানে বসছেন না। কোনো কিছুর তোয়াক্কা না করে তাঁরা তাদের ইচ্ছেমতো আগের স্থানে দোকান খুলতে শুরু করেছেন।


উপজেলার অধিকাংশ দোকান–পাট ও বিপণিবিতান খুলেছে। এগুলো একটি নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকে। সব ধরনের দোকানেই মানুষের ভিড় রয়েছে। তবে শহরের অলি-গলি ও শহীদ মিনার সড়কে বেশ কিছু দোকান রাত প্রায় ১০টা পর্যন্ত খোলা রাখতে দেখা গেছে। ধুমিয়ে চলছে আড্ডাবাজি। তবে সে জন্য মানা হচ্ছে না কোনো স্বাস্থ্যবিধি।


একদিকে উপজেলায় কোভিড–১৯ রোগীর সংখ্যা বাড়ছে, অন্যদিকে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষের চলাচল বেড়েছে। এ বিষয়ে পার্বতীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহেল মাফী বলেন, ১৫ এপ্রিল থেকে এ পর্যন্ত এখানে ২৪ জন কোভিড–১৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে ঢাকাফেরত বেশি, আবার ঈদ পরবর্তী সময়ে বেশি শনাক্ত হয়েছে।