পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে: তথ্যমন্ত্রী

রাঙামাটির সাজেক রুইলুই হেলিপ্যাডে সোমবার সকালে বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি মাউন্টেইন বাইক প্রতিযোগিতার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ
প্রথম আলো

পার্বত্য চট্টগ্রামে শান্তি বিনষ্ট করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, যাঁরা পার্বত্য চট্টগ্রামে উন্নয়ন ও স্থিতিতে খুশি নয়, তারা নানা ষড়যন্ত্র করছে। সেটার বহিঃপ্রকাশ মাঝেমধ্যে দেখা যাচ্ছে। আজ সোমবার রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে মাউন্টেইন বাইক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে উন্নয়নে মনোযোগী। তাই এখন উন্নয়নের ছোঁয়া লেগেছে। পার্বত্য চট্টগ্রামের এ ধরনের মাউন্টেইন বাইক প্রতিযোগিতা পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে। ভবিষ্যতে বিভিন্ন দেশ থেকেও প্রতিযোগীরা অংশ নেবেন। এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে পর্যটনের আরও পরিচিত বাড়বে।

সকাল সাড়ে আটটার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সাজেক ইউনিয়নের রুইলুই পর্যটন কেন্দ্র থেকে তিন দিনব্যাপী বঙ্গবন্ধু ট্যুর ডি সিএইচটি মাউন্টেইন বাইক প্রতিযোগিতা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব শফিকুল আহম্মদের সভাপতিত্বে বক্তব্য দেন রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার, খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা ও সংরক্ষিত মহিলা আসনের সাংসদ বাসন্তী চাকমা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়জুর রহমান, রাঙামাটির জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ প্রমুখ।

তিন দিনব্যাপী মাউন্টেইন বাইক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১০০ জন
প্রথম আলো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন কর্মসূচির অংশ হিসেবে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় বাংলাদেশ অ্যাডভেঞ্চার ফাউন্ডেশন ও তিন পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় মাউন্টেইন বাইক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। তিন দিনব্যাপী এ প্রতিযোগিতায় ১০০ জন অংশ নিচ্ছেন। এর মধ্যে তিন পার্বত্য জেলা থেকে ৪৫ জন এবং সারা দেশ থেকে ৫৫ জন।

আজ প্রথম দিনে সাজেক থেকে খাগড়াছড়ি হয়ে রাঙামাটি শহরে ১৩০ কিলোমিটার পথ পাড়ি দেবেন প্রতিযোগীরা। আগামীকাল মঙ্গলবার তাঁদের যেতে হবে রাঙামাটি শহর থেকে বান্দরবান শহরে ৯০ কিলোমিটার। তৃতীয় দিন আগামী বুধবার বান্দরবান শহর থেকে থানচি উপজেলা সদরে ৮০ কিলোমিটার পাড়ি দেবেন প্রতিযোগীরা। এতে চ্যাম্পিয়নকে তিন লাখ টাকা, প্রথম রানারআপ প্রতিযোগীকে দুই লাখ টাকা ও বিশেষ পুরস্কার হিসেবে থাকবে দেড় লাখ টাকা।