পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের ঘোষণা, বাউফল আ.লীগ কার্যালয়ে ১৪৪ ধারা জারি

পটুয়াখালী জেলার মানচিত্র

পটুয়াখালীর বাউফলে একই সময়ে একই স্থানে আওয়ামী লীগের দুই পক্ষের সংবাদ সম্মেলনের ঘোষণা দেওয়ায় দলীয় কার্যালয়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ শুক্রবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বরাত দিয়ে ১৪৪ ধারার বিষয়টি মাইকিং করে জানানো হচ্ছে।

দলীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টায় বাউফল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ‘জনতা ভবনে’ সংবাদ সম্মেলন আয়োজনের ঘোষণা দেয় সংগঠনের দুটি পক্ষ। এর এক পক্ষে আছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সাংসদ আ স ম ফিরোজ। অন্য পক্ষে সংগঠনের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার।

সাংবাদিকদের চিঠি দিয়ে সংবাদ সম্মেলনের বিষয়টি জানানো হলেও কী নিয়ে সংবাদ সম্মেলন, তা কোনো পক্ষ থেকেই বলা হয়নি। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনের ঘোষণা নিয়ে উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমিন বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। আওয়ামী লীগ কার্যালয়ের ৫০০ গজের মধ্যে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত সব প্রকার সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রাখতে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ জায়গায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কোনো পক্ষ আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাতে চাইলে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না, কঠোরভাবে দমন করা হবে।