পাহাড়ি ঢলে প্লাবিত ধোবাউড়ার ৩০ গ্রাম

পাহাড়ি ঢলে প্লাবিত হয়েছে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কিছু গ্রাম। আজ সকালে উপজেলার ধোবাউড়া গ্রামে
ছবি: প্রথম আলো

ভারতের মেঘালয় সীমান্তবর্তী ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। এসব গ্রামের মানুষেরা পানিবন্দী জীবন যাপন করছে। তবে পরিস্থিতি এখনো উদ্বেগজনক নয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ধোবাউড়া উপজেলা প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা যায়, উপজেলায় প্রবহমান খরস্রোতা নেতাই নদ প্রতিবছর পাহাড়ি ঢলের সময় প্লাবিত হয়। নেতাই নদের পানির চাপ বাড়লে বিভিন্ন স্থানে বাঁধ ভেঙে উপজেলার বিভিন্ন গ্রাম প্লাবিত হয়। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের চাপে গত শুক্রবার বিভিন্ন স্থানে নেতাই নদের বাঁধ ভেঙে গ্রামগুলোতে পানি প্রবেশ শুরু করে। উপজেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, গত শুক্র ও শনিবার উপজেলার অন্তত ৩০টি গ্রামে পানি প্রবেশ করে। এতে প্রায় এক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, গত শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের খাগগড়া গ্রামে নেতাই নদের বেড়িবাঁধ ভেঙে প্রবল স্রোতে পানি ঢুকতে শুরু করে। এতে অনেক বাড়িঘর তলিয়ে যায়। মানুষের পুকুরের মাছ ভেসে গেছে।

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন আজ রোববার বলেন, উপজেলার পাঁচটি ইউনিয়নের অন্তত ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। তবে অনেক গ্রামের পানি নেমে গেছে। সরকারিভাবে দুর্গত মানুষদের শুকনো খাবার সরবরাহ করা হয়েছে।