পায়রা বন্দরের উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনে পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান পায়রা বন্দর এলাকা ঘুরে দেখেন। আজ বুধবার দুপুরে
সংগৃহীত

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দর এলাকা পরিদর্শন করেছেন। আজ বুধবার দুপুরে তিনি কলাপাড়ার পায়রা বন্দর প্রকল্প এলাকায় পৌঁছান। মন্ত্রী এ সময় বন্দরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং পায়রা বন্দরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ঘুরে দেখেন।

পরিকল্পনামন্ত্রীকে এ সময় পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর হ‌ুমায়ূন কল্লোল বিভিন্ন উন্নয়ন কার্যক্রম ও চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। এ সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী, কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক উপস্থিত ছিলেন।

পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান পায়রা বন্দর পরিদর্শনকালে বন্দরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। আজ বুধবার দুপুরে
সংগৃহীত

পায়রা বন্দর পরিদর্শনকালে মন্ত্রী এম এ মান্নান বলেন, দক্ষিণের এই জনপদের অর্থনৈতিক উন্নয়নে পায়রা বন্দর নির্মাণ করা হয়েছে। কুয়াকাটার উন্নয়নে মাস্টারপ্ল্যান করা হয়েছে। বিস্ময়কর এই উন্নয়ন পরিকল্পনা বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে নিচ্ছেন। চলমান উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সহায়তা করার আহ্বান জানান তিনি।

বিকেলে এম এ মান্নান কুয়াকাটা সমুদ্রসৈকত পরিদর্শন করেন। রাতে তিনি কুয়াকাটায় রাত যাপন করবেন বলে প্রশাসন সূত্রে নিশ্চিত হওয়া গেছে।