পায়ুপথে বাতাস ঢুকিয়ে শ্রমিক হত্যার অভিযোগ

হত্যা
প্রতীকী

রংপুর নগরের মাহিগঞ্জ এলাকায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ার ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়া শ্রমিকের মৃত্যু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিন চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার সকালে তিনি মারা যান। এ ঘটনায় ওই শ্রমিকের স্ত্রী মাহিগঞ্জ থানায় হত্যা মামলা করেছেন।

মারা যাওয়া ওই শ্রমিকের নাম মহির উদ্দিন (৫৫)। তিনি রংপুরের তাজহাট থানার বড় রংপুর গ্রামের বাসিন্দা ও জমজম ফিড মিলের শ্রমিক ছিলেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক আনোয়ারুল হোসেন বলেন, মহির উদ্দিনের দুটি কিডনি বিকল হয়ে গিয়েছিল। শরীরের বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ একেবারে কাজ করছিল না। সে কারণে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। আজ সকালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে রংপুর মহানগর পুলিশের মাহিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকনুজ্জামান বলেন, ওই ঘটনায় মহিরের স্ত্রী আলেয়া বেগম বাদী হয়ে মাহিগঞ্জ থানায় জমজম ফিড মিলের শ্রমিক রশিদুল ইসলামকে প্রধান আসামি করে তিন ব্যক্তির নামে হত্যা মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে দুষ্টামি করে জমজম ফিড মিলের শ্রমিক মাহিগঞ্জ থানার আজিমুল্লাহ গ্রামের রশিদুল ইসলাম (৪৫), দেওয়ানটুলি গ্রামের জহিরুল ইসলাম (৪৮), আরও এক শ্রমিকসহ তিনজন একসঙ্গে ফিড মিলের মেশিনের পাইপ মহির উদ্দিনের পায়ুপথে ঢুকিয়ে দেন। এতে তাঁর পেট ফুলে গেলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। অবস্থা বেগতিক দেখে ওই তিনজন পালিয়ে যান। পরে মিলের অন্য শ্রমিকেরা তাঁকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিন দিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে মহির উদ্দিন মারা যান।