পায়ুপথে হেরোইন, তরুণ গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদের সামনে শনিবার দিবাগত রাত সন্দেহজনকভাবে এক তরুণ ঘোরাঘুরি করছিলেন। মাদক ব্যবসায়ী সন্দেহে র‌্যাব সদস্যরা তাঁকে আটক করেন। কিন্তু তাঁর শরীর তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। তবে ব্যাপক জিজ্ঞাসাবাদে ওই তরুণের দেওয়া তথ্য অনুসরণ করে তাঁর পায়ুপথ থেকে ৯৬ গ্রাম হেরোইন পাওয়া যায়।

রোববার নাটোর র‌্যাব ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম এসব তথ্য জানান।

রফিকুল ইসলাম জানান, শনিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে বাগাতিপাড়া উপজেলা পরিষদের সামনে থেকে মো. ইব্রাহিম (১৯) নামের ওই তরুণকে সন্দেহজনক গতিবিধির জন্য আটক করা হয়। তাঁর বাড়ি রাজশাহীর গোদাগাড়ি উপজেলার কাজিহাটা গ্রামে। তিনি নিজেকে মাদক কারবারি হিসেবে পরিচয় দেন। তাঁর কাছে হেরাইন আছে বলেও জানান। কিন্তু তাঁর শরীর তল্লাশি করে কোথাও হেরোইন পাওয়া যায়নি।

একপর্যায়ে তিনি শৌচাগারে গিয়ে পায়ুপথের ভেতর থেকে ৯৬ গ্রাম হেরোইন বের করে দেন। পলিথিন ও স্কচটেপে মুড়িয়ে বিশেষ কায়দায় হেরোইন রাখা হয়েছিল। এর আগেও তিনি এভাবে হেরোইন পাচার করেছেন বলে জানান।

বাগাতিপাড়া থানায় মো. ইব্রাহিমের বিরুদ্ধে হেরোইন সংরক্ষণের অভিযোগে মামলা করে র‌্যাব। বিকেলে তাঁকে বাগাতিপাড়া আমলি আদালতে হাজির করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।