পিরোজপুরে আ.লীগ কার্যালয় পুড়ে ছাই

পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে টোনা ইউনিয়নের মূলগ্রাম বাজারে অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, গতকাল দিবাগত রাত তিনটার দিকে মূলগ্রাম বাজারে টোনা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেখতে পান লোকজন। এরপর তাঁরা আগুন লাগার খবর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম খানকে মুঠোফোনে জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রাত পৌনে চারটার দিকে আগুন নেভান। ততক্ষণে কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে যায়।

পিরোজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খাইরুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।

টোনা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ইমরান আলম খান বলেন, ‘স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। আমাদের দলের কিছু নেতা বিএনপি–জামায়াতের সঙ্গে আঁতাত করছে। দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার সঙ্গে বিএনপি–জামায়াত জড়িত।’
টোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুম খান বলেন, ‘আগামী ১১ এপ্রিল প্রথম ধাপে টোনা ইউপির নির্বাচন হয়। এ নির্বাচনে সাত প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিদ্বন্দ্বী কোনো চেয়ারম্যান প্রার্থীকে ফাঁসাতে প্রতিপক্ষরা এ আগুন দিয়েছে। আমি সন্ধ্যায় মামলা দেওয়ার জন্য থানায় যাব।’

পিরোজপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর বলেন, আগুনের উৎস সম্পর্কে জানা যায়নি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তের দেওয়া আগুনে আওয়ামী লীগ কার্যালয়টি পুড়ে গেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।